Gopaldi Nazrul Islam Babu College

Education is Power
college Code: 2522 | EIIN : 134245
message-from-the-chairperson

ডাঃ সায়মা আফরোজ ইভা 
সভাপতি
গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ

পরিচিতি

ডাঃ সায়মা আফরোজ ইভা নরসিংদী জেলার সদর উপজেলায় নজরপুর ইউনিয়নের কানাই গোবিন্দপুর গ্রামে ১৯৭৮ সালে ৪ঠা সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম এ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি পেশায় একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী । তার মাতার নাম শরিফা জামান, যিনি পেশায় ছিলেন একজন শিক্ষিকা এবং শিউলিবাগ বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন শিউলীবাগ বিদ্যাপিঠ এবং নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক সম্পন্ন করেন এবং নরসিংদী সরকারি কলেজ হইতে বিজ্ঞান বিভাগ হতে কৃতিত্বে সাথে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি কিশোরগঞ্জের ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে গইইঝ পাস করেন। পরবর্তীতে তিনি স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন শিক্ষানুরাগী মানুষ। তিনি অত্র  প্রতিষ্ঠান ছাড়াও দুপ্তারা সেন্ট্রাল করনেশন উচ্চ বিদ্যালয়, ইউনাইডেট স্কুল এন্ড কলেজ, রোকনউদ্দিন মোল্লা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়, নরসিংদী। চেয়ারম্যান, ট্রাস্টিবোর্ড, সোনারগাঁও বিশ^বিদ্যালয়। লেডিস ক্লাব আড়াইহাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি  অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে উক্ত প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার হাতের পরশে উক্ত প্রতিষ্ঠানগুলো নান্দনিকতার ছোঁয়া পেয়েছে। তিনি নিয়মিত প্রতিষ্ঠানের পড়াশোনার মান নিশ্চিত করার জন্য খোজখবর নেন। তার সৃজনশীল চিন্তা ও অক্লান্ত পরিশ্রমের ফলশ্রæতিতেই আজকে এই কলেজটি নারায়ণগঞ্জসহ ঢাকা শিক্ষাবোর্ডে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। তিনি বর্তমানে তৃতীয় মেয়াদে কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আন্তরিক তত্ত¡াবধানে এই কলেজে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা  প্রায় ১৩১৩ এবং ফলাফলের দিক থেকে নারায়ণগঞ্জ জেলায় বেশ কয়েকবার ১ম স্থান অধিকার করেছে। তার কর্ম  এবং ভালোবাসার কারণে গোপালদী তথা আড়াইহাজারবাসীর কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

Total Views : 307


founder-chairman
Gopaldi Nazrul Islam Babu College