আলহাজ্ব নজরুল ইসলাম বাবু - এম.পি
প্রতিষ্ঠাতা
গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ
পরিচিতি
আআলহাজ্ব নজরুল ইসলাম বাবু ১৯৬৭ সালের ১০ মার্চ আড়াইহাজার উপজেলার বাজবী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম শহিদুর রহমান এবং মাতার নাম জাহানারা বেগম। তিনি স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী এবং রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার শিক্ষা জীবনের হাতেখড়ি হয় বাজবী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর তিনি দুপ্তারা সেন্ট্রাল করনেশন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চমাধ্যমিক পড়াশুনার জন্য ভর্তি হন ঢাকার সোহরাওয়ারর্দী কলেজে। তারপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভি.পি এবং ঢাকা মহানগর (দক্ষিণ) এর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০২ সালে কারাবন্দি থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান। তার অদম্য প্রচেষ্টা ও মানুষের জন্য তিনি নিবেদিত এবং সবার ভালোবাসায় খুব অল্প সময়ের মধ্যে তিনি জননন্দিত ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পান। তারই ফলশ্রæতিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০৮সালে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ২ আসনের নমিনেশন দেন এবং তিনি উক্ত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় সংসদ হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি টানা তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি শিক্ষাসহ সকল ক্ষেত্রে আড়াইহাজার উপজেলায় ব্যাপক উন্নয়নের অবদান রেখেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও পরিবেক্ষণ কমিটির আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আড়াইহাজার উপজেলায় অনেক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং অত্র কলেজেটিকে একদম শুরু থেকে নিজ হাতে পরিচর্যা ও দেখভাল করে আসছেন। তিনি উদার মানসিকতা সম্পন্ন, জনগণের আস্তাভাজন ও আধুনিক আড়াইহাজারের রূপকার। তার ক্ষমতায়নে শিক্ষার হার আড়াইহাজার উপজেলায় ৩৭% থেকে প্রায় ১০০% উন্নিত করেছে। তার প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে - বিশনন্দীতে অবস্থিত বারটান ফলিত ইনস্টিটিউট, ঝাউগড়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ, লস্করদী নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোপরি তিনি তার নির্বাচিত এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
Total Views : 265
founder-chairman
Gopaldi Nazrul Islam Babu College