Welcome to Gopaldi Nazrul Islam Babu College
গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। গোপালদী বাসীর ৪০ বছরের প্রত্যাশা ছিল একটি কলেজ। সেই ধারাবাহিকতায় ২০১০ সালের মে-জুন মাসে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এবং সর্বশেষ কলেজটি পাঠদানের অনুমোদন পায় ২০১০ সালের ৮ জুলাই । প্রথম বছরই ১২৮ জন শিক্ষার্থী নিয়ে কলেজটি প্রথম যাত্রা শুরু করে এবং ২০১২ সালে প্রথম বারের মত ঐঝঈ পরীক্ষায় অংশগ্রহণ করে ও এ বছরই শতভাগ পাস নিশ্চিত করে। শিক্ষার্থীদের মধ্যে ৩ জন জিপিএ ৫.০০ পায় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে চান্স পেয়ে ভর্তি হয়। দীর্ঘ ১০ বছর যাত্রা পেরিয়ে আজকে ২০২০ সালে কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩১৩।
এই কলেজটির প্রতিষ্ঠাতা তিন তিন বারের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-২ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু । এই কলেজে বর্তমানে গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন ডাঃ সায়মা আফরোজ ইভা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । তিনি এই কলেজসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজটি ফলাফল এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। এটি বর্তমানে নারায়ণগঞ্জ সহ ঢাকা শিক্ষাবোর্ডের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিনত হয়েছে। এই কলেজে মূলত নারায়ণগঞ্জসহ আশে পাশের কয়েকটি জেলা যেমন- নরসিংদী, বি-বাড়িয়া, কুমিল্লার শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় প্রধানত বস্ত্রশিল্প নগরী গোপালদীর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। বর্তমানে এই কলেজ থেকে পাস করে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিচ্ছে এবং অনেকেই উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। সর্বোপরি এই কলেজটি গোপালদী তথা আড়াইহাজার উপজেলায় হয়ে উঠেছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।